মোঃ মুন্না প্রধান
প্রতিবেদক।

নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকি বাজার এলাকায় কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হানিফ বাহিনি নামক একটি কিশোর গ্যাং।প্রথমে মসজিদের সামনে ৬ টি ককটেল ও বিভিন্ন পদের বাজি ফোটায় মসজিদের মুসল্লিগন নিষেধ করলে মুসল্লিগনের উপর চরাও হয় উক্ত গ্যাং। এলাকাবাসির তথ্য মতে যানা যায় যে প্রায় ২০০ হতে ৩০০ কিশোর নিয়ে এবং প্রচুর সংখ্যা দেশীয় অস্র নিয়ে হামলা চালায়।আরো যানা যায় যে এই হামলার ৭ জন নেতৃত্ব দেয়।
১ঃহানিফ(৫০)২ঃসাইদুল ইসলাম সাঈদ(৪০) ৩ঃরসিদ(৩০) ৪ঃরবিন(২০) ৫ঃসাব্বির(২০) ৬ঃআবির(১৫) ৭ঃসাব্বির (১৭)
উক্ত ঘটনায় যারা আহত হয় তারা হচ্ছেঃ
১ঃআয়েব আলী(৫০) ২ঃতুষার(২৬) ৩ঃ সিয়াম(১৮) ৪ঃ মিঠু(১৭) ৫ঃমোশারফ(23) ৬ঃসাব্বির(১৮) ৭ঃআবুল(৫৫) ৮ঃরিফাত(১৮) ৮ঃরাজু(২২) ৯ঃআপন (১৭) এছাও আরো অনেকে আহত হয়েছে তাদের সকলেই নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নেয়,
এই ঘটনায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আহত হয়েছে অনেকেই তদন্ত সাপেক্ষে অভিযোগ নেওয়া হবে।