নাহিদ হাসান শামীম,
স্টাফ রিপোর্টার,
নাটোর।

আজ সকাল ৯ টায় নাটোরের সিংড়ায় মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজ মাঠে, অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শিরিন রুখসানা।মোছাঃ শামীমা হক রোজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।তিনি বলেন সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।একাত্তরে পাক হানাদার বাহিনী নারীদের নির্যাতন করেছে, আর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নির্যাতিত মহিলাদের দেখভাল করেছেন।নারীদের অধিকার সম্মুন্নত করেছে শেখ হাসিনা।চাকুরিতে নারীদের কোটা বৃদ্ধি করেছে সরকার।

তিনি আরো বলেন, বিগত বিএনপি জামায়াতের দুঃশ্বাসনে নারীরা শিকার হয়েছে।সরকার নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিয়েছে।পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা।মা আমাদের সম্পদ।প্রতিটি নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।বিগত প্রতিটা নির্বাচনে মহিলারা নৌকার পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছে।আগামীতেও নৌকা প্রতিক কে বিজয়ী করতে নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন-৪৩ ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,ওহিদুর রহমান শেখ, সাধারন সম্পাদক ও সিংড়া পৌর মেয়র,জান্নাতুল ফেরদৌস।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, আঞ্জুমান আরা বেগম।