স্বপন রবি দাশ,
জেলা প্রতিনিধি,
হবিগঞ্জ।

সারা দেশের মতো হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ও নিত্য পণ্যের দাম মানুষের ক্রয়-ক্ষমতায় রাখতে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। নির্ধারিত মূল্যের চেয়ে তেলের দাম বেশি রাখায় বুধবার সকালে নবীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সংক্ষুব্ধ কয়েকজন ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সয়াবিন তেলের ডিলার পরিতোষ পাল,(মাধুরি স্টোর)এবং কাজল রায়, (কালী এন্ড সন্স)কে গোডাউনে তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০০০টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব উত্তম কুমার দাশ।এসময় নবীগঞ্জ থানার এস আই দূর্গা দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে। তিনি নিত্য প্রয়োজনীয় পণ্য-দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে অভিযানে কয়েকটি দোকানে সয়াবিন তেলের দাম নির্ধারিত মূল্যের অতিরিক্ত নেওয়ায় ২দোকানিকে ১০০০০ হাজার টাকা জরিমানা করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে।