রাব্বি হাসান হৃদয়,
সিরাজগঞ্জ প্রতিনিধি।

উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হলো সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতুর এক লেন। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মহাসড়কের নলকা সেতুর এক লেন খুলে দেন সাসেকের প্রকল্প পরিচালক ড.ওয়ালিউর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের উর্ধতন কর্মকর্তারা।সাসেকের প্রকল্প পরিচালক ড.ওয়ালিউর রহমান বলেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে নবনির্মিত সেতুর এক লেন খুলে দেওয়া হলো।এই লেনটি খোলার মধ্যদিয়ে এতোদিনের যানজটের অন্যতম প্রধান কারণ থেকে মুক্ত হলো মহাসড়কটি।নলকা সেতুর এক লেন খুলে দেয়ায় ঈদ যাত্রায় মহাসড়কে অনেকটাই স্বস্তি ফিরে আসবে।