রামগুন্জ প্রতিনিধিঃ আল মাহমুদ ফয়সাল

দেশবাসী যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন এটি লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন জয়পুরা এস আর এম এস সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এটি এক সময়কার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যালয় হলেও বর্তমানে এটির অবস্থা একেবারে নাজুক। হঠাৎ কেউদেখলে মনেই করতে পারবেনা যে এই সেই এলাকার নাম করা বিদ্যালয় এটি।একেবারে জরাজীর্ণ ভাবে দাঁড়িয়ে আছে একটি ভবন।আর জরাজীর্ণ ভবনের মধ্যেই চলছে ছাত্র ছাত্রীদের পাঠ দান।কিন্তু প্রশ্ন হলো এই জরাজীর্ণ ভবনটি ২০১৫ সনে পরিত্যক্ত ঘোষণা হলেও আজ পর্যন্ত এটি ভেঙে ফেলা হলোনা কেন? আর কেনইবা জীবনের ঝুঁকি নিয়ে কোমল মতি শিশুদের পাঠদান করানো হচ্ছে।এই জরাজীর্ণ ভবনটিতে।এটাকি দেখার মত কেউ নাই?

এলাকার মেম্বার চেয়ারম্যান কিংবা সংসদ সদস্য সাহেব
গন যারা আছেন তাদের নজরেকি আসছেনা এমন দৃশ্য।
নাকি সবাই ঘুমিয়ে আছেন নিশ্চিন্তে।যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড সেখানে একটি শিক্ষা প্রতষ্ঠানের অবস্থা
এত জরাজীর্ণতা কি করে হয়।

তাই এলাকা আপামর জনতার প্রানের দাবি এই জরাজীর্ণ ভবনটি অচিরেই অপসারণ করে ওখানে একটি বহুতল নতুন ভবন নির্মাণ করে ঝুঁকি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট
কতৃপক্ষের দৃষ্টি আকর্ষনীয়